মন্ত্রণালয়: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
বাস্তবায়নকারী সংস্থা: জাতীয় মহিলা সংস্থা।
বাস্তবায়নকাল: ৫ বছর (জুলাই ২০১৩ থেকে জুন ২০১৮ পর্যন্ত।)
প্রাক্কলিত ব্যয়: ৫২৫৩.৫১ লক্ষ টাকা (জিওবি)।
প্রকল্প পরিচালক: জি এন নজমূল হোসেন খান (উপ-সচিব)।
প্রকল্পের পটভূমিঃ বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের উন্নয়ন ব্যতীত বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষিতও শিক্ষিতবেকার মহিলাদের কম্পিউটার ও তথ্য যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানে ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্য এ প্রকল্প গৃহীত হয়েছে। নারীর অর্থনৈতিক উন্নয়ন সাধনের মাধ্যমে সামাজিক ও ক্ষমতায়নে সহায়তা করার জন্য বাংলাদেশ সরকারের অর্থে দেশের মোট ৬৪ জেলায় এ প্রকল্পের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে ।বর্তমানে প্রকল্পের ৩য় পর্যায় চলছে । এর আগে ৩০টি জেলায় প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ২০০৮-২০১৩ সাল পর্যন্ত ২য় পর্যায় এবং জুলাই-০২ থেকে ফেব্রুয়ারী-২০০৭ পর্যন্ত প্রকল্পের ১ম পর্যায়ে মোট ১০টি জেলায় প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়িত হয়।
প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যঃ
শিক্ষিত মহিলাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থান এবং যোগাযোগ প্রযুক্তি নির্ভর করে উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করা।
সর্বশেষ প্রযুক্তি ও কারিগরী জ্ঞানকে দেশজ টেকসই প্রযুক্তির সাথে প্রয়োগের মাধ্যমে আত্নস্থ করা।
শিক্ষিত বেকার মহিলাদের আত্ন-কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা।
নারীসমাজকে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে ধারণাগত পরিবর্তনে উৎসাহ যোগান।
বর্তমানের ক্রমবর্ধমান চাহিদা এবং ভবিষ্যতের চাহিদা মোকাবেলার লক্ষ্য কম্পিউটার দক্ষতার উন্নয়ন এবং বহুমুখীকরণ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক নারীবান্ধব উৎকর্ষতার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করা।
প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উন্নয়ন সহযোগী দেশীয় ও আমত্মর্জাতিক এনজিও এবং ব্যবসায়িক সম্প্রদায়ের সাথে যোগাযোগ স্থাপন করা।
প্রশিক্ষণ কোর্সের বিবরণঃ
প্রশিক্ষণ কোর্সের নাম : ’’কম্পিউটার অফিস এপ্লিকেশন ’’ কোর্স
প্রশিক্ষণের মেয়াদ : ৬ মাস। প্রতি বছর ২টি ব্যাচ (জানুয়ারী থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর)
সিলেবাস প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, এবং সনদ প্রদান : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা।
প্রশিক্ষণের সময়কাল : ৩৬০ ঘন্টা (কম্পিউটার তাত্ত্বিক-৬০ ঘন্টা, ব্যবহারিক-২৪০ ঘন্টা, বেসিক ইংলিশ-৬০ ঘন্টা)
ভর্তির যোগ্যতা : কমপক্ষে এসএসসি /সমমান পরীক্ষায় পাশ।
বয়সসীমা : ১৫ বছর হতে ৩৫ বছর পর্যমত্ম (বিধবা, স্বামী পরিত্যক্তা ইত্যাদি ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত শিথিল যোগ্য)।
ভর্তি ফি : ১০০০/-(এক হাজার) টাকা মাত্র (এককালীন)।
প্রতি ব্যাচে ভর্তির সংখ্যা : ৪৬ থেকে ৫০ জন (সকাল শিফটে ২৩ থেকে ২৫ জন এবং বিকাল শিফটে ২৩ থেকে ২৫ জন)।
ক্লাসের সময়সূচী : সকাল শিফট ৯:৩০ মি. থেকে ১২:৩০ মি. এবং বিকাল শিফট ২:০০ মি. থেকে ৫:০০ মি.
প্রশিক্ষণ অগ্রগতি(বাগেরহাট)
এ পর্যন্ত ৭ ব্যাচে মোট ২৮৬ জন শিক্ষিত বেকার মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে যার বিবরণ নিমণরূপঃ
১ম ব্যাচঃ ২৯ জন
২য় ব্যাচঃ ৩৩ জন
৩য় ব্যাচঃ ৪৩জন
৪র্থ ব্যাচঃ ৪৬জন
৫ম ব্যাচঃ ৪৮জন
৬ষ্ঠ ব্যাচঃ ৪৮জন
৭ম ব্যাচঃ ৪১ জন(প্রশিক্ষণ চলমান)
৮ম ব্যাচঃ৪৮ (প্রশিক্ষণ চলমান)
প্রত্যেক বছরের জানুয়ারি ও জুলাই মাসের ১ তারিখ ক্লাস কার্যক্রম শুরু হয় এব তার পূর্বে নভেম্বর-ডিসেম্বর ও মে-জুন মাসে ভর্তি কার্যক্রম শুরু হয় ।
ভর্তির জন্য যোগাযোগঃজেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষন প্রকল্প (৬৪ জেলা),কে আলী রোড আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়(বিদ্যালয়ের ভিতরে),বাগেরহাট।ফোনঃ০৪৬৮-৬৪৫১৮,ইমেইলঃdbwctp64.bagerhat@gmail.com,
ভর্তির আবেদন অনলাইনে করার সুযোগ ও আছে নিচের লিংকে ক্লিক করে ফর্ম পূরন করেঃ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS